চট্টগ্রামের রাউজানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় ।

ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার তদন্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজাকার আলবদরসহ দেশীয় দোসরদের প্রত্যক্ষ মদদে দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে নিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা চালিয়ে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল পাক হায়েনা বাহিনী। সেই নৃশংস গণহত্যার শোককে শক্তিতে পরিণত করে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework