চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০২:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হলেও মৌখিকে ধরা পড়েছে আরও ১জন।

শনিবার (১৮ মে) সকালে জয় বিশ্বাস (২৬) নামের ওই পরীক্ষার্থীকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। আটক পরীক্ষার্থী বাঁশখালীর নাপোড়া বাজারে বাসিন্দা কাঞ্চন বিশ্বাসের ছেলে।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, লিখিত পরীক্ষা প্রক্সি দিয়েছেন জয় বিশ্বাস নামের এই পরীক্ষার্থী। ভাইবা বোর্ডে ধরা পড়েছে। প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন তিনি। এর আগে গত ৮ মে প্রক্সি দিতে আসা ৩ জনকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework