চট্টগ্রামে সবজির দামে তারতম্য

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জানুয়ারী ০১, ০৪:৫৫ অপরাহ্ন
শীতের শুরুতেই চট্টগ্রামের বাজারে বেড়ে যায় শাক-সবজির সরবরাহ। দোহাজারী, রাঙ্গুনিয়া, পার্বত্য চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি সবজি আসছে। প্রথমদিকে এসব সবজির দাম কিছুটা বাড়লেও বর্তমানে আছে ক্রয়ক্ষমতার মধ্যে। তবে নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার কাঁচাবাজার, কাজীর দেউড়ি বাজার, আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট সহ বিভিন্ন বাজারে সবজির দামে তারতম্য রয়েছে। কখনও সুযোগ বুঝে ক্রেতাদের কাছ থেকে কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি আদায় করছেন বিক্রেতারা। শুক্রবার (০১ জানুয়ারি) নগরের পাইকারি কেনাবেচার হাট রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকায়। পুরনো আলু ৪০-৪৫ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, শসা ২৫ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, ঝিঙ্গা ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ছোট কচু ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে খাসির মাংস ৭০০ টাকা, হাড় ছাড়া গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১১৫ টাকা, সোনালী মুরগি ২০০ টাকা, লেয়ার মুরগি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। এদিকে মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ২০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, কাতাল ২৪০ টাকা, চিংড়ি ৪৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, কোরাল ৫৫০টাকা, লইট্যা ১০০ টাকা, কৈ ৪৫০ টাকা, বাটা ২২০ টাকা, শিং ৫০০ টাকা, পাঙ্গাস ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আমদানি করা ভারত ও পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মিসর, তুরস্ক ও চিনের পেঁয়াজ ৩০-৩৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১০৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework