চট্টগ্রামে বিটুমিন বিক্রি করার নামে অর্থ আত্মসাতের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ০৪, ১১:২১ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর কদমতলী ডিটি রোড এলাকার “মাইফুল ট্রাভেল এন্ড টুরস” এর স্বত্বাধিকারী বিটুমিন সাপ্লায়ার ইরফান হোসেনের বিরুদ্ধে ১৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ আত্মসাদের মামলা করেন আরেক বিটুমিন সাপ্লায়ার “মেসার্স কাজী ট্রেডার্স” এর স্বত্বাধিকারী কাজী মোঃ রেজাউল করিম। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ০৬, চট্টগ্রাম,যাহার সি আর মামলা নং ১৫৫/২০২৪ দায়ের করেন।

মামলায় বাদী কাজী মোঃ রেজাউল করিম উল্লেখ করেন, মামলার বিবাদী বিটুমিন সাপ্লায়ার ইরফান হোসেনের সাথে মামলার বাদী রেজাউল করিমের দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠপূর্ন বন্ধুত্ব হওয়ায় মৌখিক চুক্তিতে গত ৩১/০৫/২০২৩ ইংরেজী তারিখে ১০০ ড্রাম বিটুমিন মামলার বাদী মোঃ রেজাউল করিম এর নিকট প্রতি ড্রাম বিটুমিনের মূল্য- ১৫,৭০০/- (পনের হাজার সাতশত) হিসেবে ১৫,৭০,০০০/- (পনের লক্ষ সত্তর হাজার) বিটুমিন বিক্রি করার মৌখিক চুক্তি করেন। এবং সেই ১০০ ড্রাম বিটুমিন দুই দিনের মধ্যে দিবে বলে অঙ্গীকার করেন। বাদী বিবাদীর কথায় বিশ্বাস করে বিটুমিনের মূল্য বাবদ বাদীর নামীয় এন.সিসি ব্যাংক, কদমতলী শাখার হিসাব নম্বর- ০০১৯০৩২০০০০৯৮৫ এর চেক নম্বর গঈঈ ঈউ গ৫৫৩৪২৭৪ এর মাধ্যমে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা তাং- ৩১/০৫/২০২৩ ইং ও পূবালী ব্যাংক, আন্দরকিল্লা শাখার হিসাব নম্বর- ১৫০২৯০১০২৩৪১৪ এর চেক নং- অ১১০০-অ-৬৪৪০৪১৮ তারিখ- ৩১/০৫/২০২৩ ইং এর মাধ্যমে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা ২টি চেকের মাধ্যমে মোট ১৫,৭০,০০০/- (পনের লক্ষ সত্তর হাজার) টাকা প্রদান করে । উত্ত ১৫,৭০,০০০/- (পনের লক্ষ সত্তর হাজার) টাকা ৩১/০৫/২০২৩ ইংরেজী তারিখ বিবাদী তার ব্যবসা প্রতিষ্ঠান “মাইফুল ট্রাভেল এন্ড ট্যুর” অফিস ২৭১ ডি.টি রোড, কদমতলী চট্টগ্রাম মোবাইল নম্বর ০১৬৭১-৩৯০৮৪১ / ০১৭১০-৯৫০৩৮৫/ ০১৯৬০-৮১১৩৩৩/ ০১৭৯৮-৫৯৭১৮৬ এর গড়হবু জবপবরঢ়ঃ মূলে গ্রহণ করে গত ৩১/০৫/২০২৩ ইংরেজী তারিখ গড়হবু জবপবরঢ়ঃ হড়. ১৮২ বাদীকে প্রদান করেন।

বিবাদী চেক ২টি ৩১/০৫/২০২৩ ইং ব্যাংকে উপস্থাপন করে চেকের ১৫,৭০,০০০/- (পনের লক্ষ সত্তর হাজার) টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর বিবাদী ইরফান হোসেন অঙ্গীকার অনুযায়ী দুই দিনের মধ্যে বিটুমিন না দিয়ে মোবাইল ফোন বন্ধ রাখে এবং অফিসে আসা-যাওয়া বন্ধ করে দেয়।

বিবাদীর নিকট বিটুমিন না থাকা সত্ত্বেও জেনেশুনে ইচ্ছাকৃতভাবে তার বিটুমিন আছে বলে প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করে বিটুমিন না দিয়ে, টাকা ফেরত দিতে ও সকল লেনদেন অস্বীকার করে বাদীর টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকা ফেরত চাইলে মামলার বিবাদী বিটুমিন ব্যবসায়ী ইরফান হোসেন মামলার বাদী কাজী মোঃ রেজাউল করিমকে হত্যা করার হুমকি দেন।

এ বিষয়ে মামলার বাদী মোঃ রেজাউল করিম বলেন, ১২ই ফেব্রুয়ারি বাদী বিবাদী উভয় কে শিল্প পুলিশ সুপার এর কার্যালয়ে নোটিশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন এবং ওই দিনই বিবাদী দোষ স্বীকার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার শিল্প পুলিশের এস আই শাহ আলম মিয়া প্রতিবেদককে বলেন, বাদী বিবাদী কে টাকা প্রদান করেছেন সেটার সত্যতা পাওয়া গেছে। শীঘ্রই মামলাটির তদন্ত শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework