চট্টগ্রামে প্রিয় শিক্ষকের সম্মাননায় স্মৃতিচারণ ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৪:৪২ অপরাহ্ন

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর সমীরণ কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

গত ১৮ জানুয়ারি ২০২৫, শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীতে স্যারের বাসভবনে এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি শিক্ষিকা উর্মি বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও সাংবাদিক রতন বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রকৌশলী অমর বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া। প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানির কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, শিক্ষক বাবুল পারিয়াল, প্রবাসী রত্না বড়ুয়া, জয়মালা বড়ুয়া, রূপম বনিক, ব্যবসায়ী সুশীল বড়ুয়া, হাবিবুর রহমান এবং মো. আলম।

এ সময় শিক্ষকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্তান সরকারি কর্মকর্তা উত্তম বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া এবং মনীষা বড়ুয়া।

এই সম্মাননা অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হয়ে থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework