চট্টগ্রামে প্রতারক দিদারুল আলম গ্রেপ্তার, কোটি টাকার প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ১২:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে দিদারুল আলম নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত দিদারুল আলম চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের গার্মেন্টস ব্যবসার পার্টনার।

প্রতারক দিদারুল আলমের বিরুদ্ধে প্রতারণা, জালজালিয়াতি এবং হুমকির অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ফাতেমা জোহরা। মামলার বিবরণ অনুযায়ী, ব্যবসার উদ্দেশ্যে দিদারুল আলম পর্যায়ক্রমে এক কোটি চল্লিশ লাখ টাকা নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করেন। তবে, টাকা ফেরত না দিয়ে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং রাজনৈতিক নেতাদের মাধ্যমে ভুক্তভোগীদের হুমকি দেন।

দিদারুল আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিদারুল আলমের গ্রেপ্তারের খবর পেয়ে অনেক পাওনাদার থানায় উপস্থিত হন। তবে, তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয় আদালতে গিয়ে। প্রতারক দিদারুল আলমের বিরুদ্ধে অনেক ব্যক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে এসআই রবিউল বলেন, "প্রতারণা ও জালজালিয়াতি মামলায় দিদারুল আলমকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework