চট্টগ্রামে পুকুর ভরাট নিয়ে হামলা, হত্যার হুমকি, সন্ত্রাসীদের দাপট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ১২:৫১ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় শতবর্ষীয় পুকুর ভরাটের প্রতিবাদ করায় হামলা, হত্যার হুমকি ও ইউএনওর সামনে থেকে জিম্মি করে নেওয়ার পর নিজেদের নিরাপত্তার স্বার্থে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জিন্নাত আলী দোভাষী বাড়ির পারিবারিক পুকুর অবৈধভাবে জোরপূর্বক স্থানীয় রাকিব চৌধুরী ভরাট করা শুরু করে। এসময় থানায় অভিযোগ করলে রাকিব চৌধুরীরা হামলা ও হত্যার হুমকি দেয়। এরপর পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানালে কর্তৃপক্ষ তদন্তপূর্বক মামলা দায়ের করলেও আদালতের চূড়ান্ত ডিক্রি অবমাননা করে জোরপূর্বক পুকুর ভরাট করে ফেলে। সর্বশেষ ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্তে গেলে বৈঠকে ভুক্তভোগীদের উপর হামলা করা হয়। এতে ৬ জন আহত হন। এরপর থেকে পুলিশ থানায় অভিযোগ নিচ্ছে না।

সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা আরও অভিযোগ করে বলেন, আমাদের উপর হামলাকারী সন্ত্রাসীদের কার্যক্রমে নেতৃত্ব দেওয়া রাকিব চৌধুরী ও তার ভাই সামির জুলাই আন্দোলনের এজাহারভুক্ত আসামি। তারা এখনো এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের আওতায় না আনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এসময় পরিবারের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশীদ বেগম, মোরশেদ চৌধুরী, মনির আজম প্রমুখ।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাকিব উদ্দীনের কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি মোবাইল ফোন কেটে দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework