চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ২১, ০৯:০৪ অপরাহ্ন
ভারি বর্ষণ অব্যাহত থাকায় চট্টগ্রাম নগরীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আজও নগরীতে টানা বৃষ্টি হয়েছে। এতে নগরীর কয়েকটি এলাকায় কিছু সময়ের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে লালাখান বাজার এলাকার মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক আকবর শাহ এলাকার ঝিল-১,২,৩ নং এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিব নগর, শান্তিনগর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদু্ল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এছাড়া মানুষ যাতে নিরাপদে অবস্থান নিতে পারে সে জন্য চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেল এলাকায় মোট ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ছয়টি সার্কেলের সহকারী কমিশনাররা (ভূমি) স্থানীয় কাউন্সিলরদের সাথে সমন্বয় করে এই কাজ তদারকি করেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework