চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নগরের চকবাজারে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যাগে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম।
এই সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরের গুরুত্বপূর্ণ স্থানে আগামী ১৫ দিন এই বিক্রি কার্যক্রম চলবে।
এখানে এক ডজন ডিম ১৩০ টাকা, আলু এক কেজি ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। এ সময় তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।