চট্টগ্রামে কিশোর গ্যাং দমন ও সংশোধনের ব্যবস্থা নেয়ার দাবিতে, চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ৩০, ০৪:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ  ২৯ শে এপ্রিল চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো.  কামাল উদ্দিন এর নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়, স্মারক লিপিটি জেলা প্রশাসকের পরিবর্তে জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ  করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদি উর রহিম জাদিদ,(শিক্ষা ও আইসিটি) স্মারক লিপিতে উল্লেখ করেন।

চট্টগ্রাম শহর তথা চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলাসহ আনাচে-কানাচে উঠতি বয়সি কিশোরদের অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যাকে সাধারণ মানুষ  কিশোর গ্যাং হিসেবে আখ্যায়ত করে থাকে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা কিছু কিছু তথাকথিত স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে, সমাজের দুষ্কৃতিকারীদের ইন্ধন ও পৃষ্ঠপোষকতায় এলাকাভিত্তিক কিশোরেরা সংঘবদ্ধ হয়ে বেপরোয়া গতিতে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে গেছে, এ কিশোর অপরাধীদের মধ্যে নিজেরা গ্রুপিং সৃষ্টি করে নিজেদের মধ্যে হানাহানি ও হত্যাকান্ডের মতো জঘন্য ঘটনা ঘটানোর  পাশাপাশি এ কিশোর অপরাধীরা চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, অপহরণ, ইভটিজিং, নারী ধর্ষণ সহ অসংখ্য অপরাধমূলক ঘটনা প্রকাশ্যে  অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটিয়ে আসছে। শহর থেকে গ্রাম পর্যন্ত এ কিশোর অপরাধীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে, কিশোর অপরাধীদের অপরাধ কর্মকাণ্ড দিনদিন বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদেরকে দমন ও সংশোধনের জন্য সাধারণ মানুষেকে প্রশাসনের পাশাপাশি সোচ্চার হয়ে জনসচেতনতামূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে নাগরিক ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করাসহ কর্মসূচি অংশ বিশেষ  জেলা প্রশাসকের বরাবরে  স্মারকলিপি প্রদানের মাধ্যমে কিশোর গ্যাং  নিধন ও  দমন এবং সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, স্মারক লিপিতে আরো উল্লেখ করেন, চট্টগ্রামে দুইশতের অধিক কিশোর গ্যাং রয়েছে।

যা সংবাদপত্রের বদৌলতে অবগত হয়েছি, এই কিশোর গ্যাংকে অপরাধ কর্মকাণ্ডে জড়িত করে যেসব তথাকথিত রাজনৈতিক নেতারা বিভিন্ন সুবিধা ভোগ করছে, কিশোর গ্যাং নিধনের পাশাপাশি এদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিছেন নাগরিক ফোরাম, বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য

জেলা প্রশাসককে  স্মারকলিপির মাধ্যমে দাবীতে বলেন দ্রুত  আইনানুগ ব্যবস্থা নিয়ে কিশোর গ্যাং দমন ও সংশোধনের এগিয়ে আসার, কিশোর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য

নাগরিক ফোরামের উদ্যেগে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। কিশোর গ্যাং সংশোধনে চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

প্রস্তবনায় রয়েছে-

১.চট্টগ্রাম নগর ও প্রতিটি উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদে পারিবারিক-সামাজিক, রাজনৈতিক অবস্থানসহ সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা।

২.কিশোর গ্যাং সৃষ্টির কারণসমূহ চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা।

৩.কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় চিহ্নিত করা।

৪.কিশোর গ্যাং অপরাধীদেরকে বয়স ও অপরাধ বিবেচনা করে শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৫.কিশোর গ্যাংয়ের হাতে অস্ত্র এবং মাদক আসার উৎসসমূহ চিহ্নিত করা।

স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের নেতা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনসুর আলম, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, তসলিম খা, জসিম উদ্দিন, জালাল উদ্দিন, শারমিন আকতার, স্মারক লিপি গ্রহণ পূর্বক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদি উর রহিম জাদিদ চট্টগ্রাম নাগরিক ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন কিশোর গ্যাং সংশোধন ও দমনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দশে জেলা প্রশাসকের নেতৃত্বে কাজ শুর করেছি, এই সময় আপনারা যে এগিয়ে এসেছেন তা সময়োপযোগী বলে মনে করি, চট্টগ্রাম নাগরিক ফোরামের মাধ্যমে জনসচেতনতার পাশাপাশি সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক তালিকা করত হবে।

তাঁর জন্য চট্টগ্রাম নাগরিক ফোরামের সহযোগিতা প্রয়োজন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework