চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭২৯ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ১১:৫৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।

এর মধ্যে নগরের ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলার ৩২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫৮ জনের মধ্যে ৭৩৩ জন নগরের এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework