চট্টগ্রামে একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়ে আড়াইগুণ, নতুন আক্রান্ত ৫৫০


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ১১:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনার সংক্রমণ যেন লাগামহীন। শনিবার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯ জন, সেখানে রোববার (১৬ জানুয়ারি) আক্রান্ত হয়েছেন ৫৫০ জন।
যা পূর্ববর্তী দিনের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬২ জন মহানগর এলাকার ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework