চট্টগ্রামে আরও ১৬৯ জন করোনায় আক্রান্ত, মোট ১৩৮৬৮

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ জুলাই ২৭, ১২:০০ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৯ জন নগর ও ৫০জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৩৮৬৮ জন। আজ সোমবার (২৭ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি; সুস্থ হয়েছেন ৭২ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১০ জন, সিভাসুতে ০৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫ জন, শেভরণ ল্যাবে ১৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৭৬ টি। এর মধ্যে ৩২০ টি বিআইটিআইডিতে, ১১৯ টি সিভাসুতে, ২৫৬ টি চমেকে, ১৮৬ টি চবিতে, ১৪৯ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৩৩ টি শেভরণ ল্যাবে এবং ১৩ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ১, রাউজানের ১৪, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ১৫ ও সীতাকুণ্ডের ১ ও মিরসরাইয়ের ১ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৯৭২ জন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework