চট্টগ্রামে আরও ১২১ জন করোনায় আক্রান্ত, মোট ১৪৭৪৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ আগস্ট ০৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯২ জন নগর ও ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৪৭৪৬ জন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে; সুস্থ হয়েছেন ১২৩ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৮ জন, সিভাসুতে ০২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন, শেভরণ ল্যাবে ১৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৮৬ টি। এর মধ্যে ৩০২ টি বিআইটিআইডিতে, ১৪৬ টি সিভাসুতে, ২১০ টি চমেকে, ১৫১ টি চবিতে, ৭০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১০২ টি শেভরণ ল্যাবে এবং ০৫ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৭, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৫, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ২, সীতাকুণ্ডের ১ ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৮৩৮ জন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework