চট্টগ্রামবাসীর জন্য সুখবর

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ মার্চ ১৫, ০২:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানি সরবরাহ লাইনে যুক্ত হচ্ছে আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি। কর্ণফুলী নদী থেকে তোলা এই পানি পরিশোধনের মাধ্যমে যুক্ত করা হবে সরবরাহ লাইনে। সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে স্থাপন করা এই শেখ হাসিনা পানি শোধনগার প্রকল্প বুধবার (১৬ মার্চ) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। এর মাধ্যমে আগামী ২০৩০ সাল পর্যন্ত নির্বিঘ্নে পানি পেতে যাচ্ছে ৬০ লাখ নগরবাসী।

৬০ বর্গমাইলের বন্দর নগরীতে দৈনিক প্রায় ৫০ কোটি লিটার পানির চাহিদা। এর মধ্যে চট্টগ্রাম ওয়াসা ৯২টি গভীর নলকূপের পাশাপাশি হালদা নদী থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে সরবরাহ করে ৩৫ কোটি লিটার পানি। ফলে ঘাটতি পানির জন্য চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।

এ অবস্থায় ২০১৩ সালের আগষ্ট মাসে একনেকে অনুমোদনের পর শুরু হয় জেলার রাঙ্গুনীয়ায় শেখ হাসিনা পানি শোধনাগার নির্মাণের কাজ। কর্ণফুলী নদী থেকে উত্তোলিত পানি পরিশোধনের এই প্রকল্প বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রকল্পের আওতায় ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি সরবরাহের পাশাপাশি নগরীতে প্রায় ৭শ কিলোমিটার নতুন পানির লাইন স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০৩০ সাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে আর পানির সমস্যা থাকবে না। তবে ২০৩০ সালের পর যেন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য এখন থেকেই নতুন প্রকল্প নিতে হবে।’

শেখ হাসিনা পানি শোধনগার প্রকল্পের মাধ্যমে নগরীতে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলো চট্টগ্রাম ওয়াসা। হালদা নদীর পানি দিয়ে মোহরায় ৯ কোটি লিটার, মদুনাঘাটে ৯ কোটি লিটার, কর্ণফুলী নদীর পানি দিয়ে শেখ হাসিনা পানি শোধনাগার ফেইজ এক থেকে ১৪ কোটি ৩০ লাখ লিটার এবং সবশেষ ফেইজ দুই থেকে আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানির যোগান দিচ্ছে ওয়াসা। বাকি ৩ কোটি ৪০ লাখ লিটার পানির যোগান আসে ৩৪টি গভীর নলকূপ থেকে।

শেখ হাসিনা পানি শোধনাগারের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদ আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে আমরা শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করছি।

৪ হাজার ৪৮৯ কোটি টাকার মধ্যে বাংলাদেশ সরকার এই প্রকল্পে খরচ করেছে ১ হাজার ৬৬৫ কোটি টাকা। এছাড়া চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে ২৩ কোটি টাকা সরবরাহ করায় বাকি ২ হাজার ৮০০ কোটি টাকার যোগান দিয়েছে জাইকা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework