চট্টগ্রাম মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ২৬, ০৪:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগর মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম -১৩ আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

এসময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লব বীরত্বগাথা অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির দোসররা উঠেপড়ে লেগেছে। অর্জন যাতে কোনোভাবেই বিফলে না যায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার সন্ধ্যায় নগর ভবনে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম ও আনোয়ারা উপজেলা বিএনপি নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি।

এ সময়ে আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম চৌধুরী জকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছোসেবক দলের আহবায়ক মোহাম্মদ নঈমুদ্দিন,সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, যুবদল নেতা মঈনুল আলম ছোটন,নুরুল আবচার, নজরুল ইসলাম, এম এ কাদের, আমিনুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, সেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান, নিজাম উদ্দিন, লোকমান, বিএনপি নেতা কাশেম মেম্বার, আব্দুল মান্নান মেম্বারসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মেয়রকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। ডাক্তার শাহাদাত হোসেন নেয়ার পর নগরীর শৃঙ্খলা ফেরাতে দিনরাত কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework