চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ: ১৯ বছর পার আহ্বায়ক কমিটিতেই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ০৯, ১১:৩৩ পূর্বাহ্ন
২০০১ সালে গঠিত হয়েছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি। ২১ সদস্যের কমিটিতে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম-আহ্বায়ক ও ১৮ জন সদস্য ছিল। কমিটি গঠনের পর বেশ সাংগঠনিক তৎপরতা থাকলেও ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি। কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কদের ‘নিষ্ক্রিয়তায়’ একসময় স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দীনকে আহ্বায়ক ও কেবিএম শাহজাহান ও সালাউদ্দিন আহমেদকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য গঠন করা এ কমিটি পার করেছে ১৯ বছর। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা থাকলেও এ কমিটির নেতাদের মধ্যে কোনো বিভাজন ছিল না বলে দাবি নেতাদের। দলীয় সূত্র জানিয়েছে, এ কমিটি গঠনের পরপরই ৪১টি ওয়ার্ডে সাংগঠনিকভাবে কমিটি গঠন ও কর্মীসভার মাধ্যমে শুরু হয় ব্যাপক কর্মকাণ্ড ও তৎপরতা। আহ্বায়ক কমিটি গঠনের কয়েক মাস পরেই বেশ কয়েকটি সভা হলেও পরে কার্যত ঝিমিয়ে পড়ে সাংগঠনিক কর্মকাণ্ড। আর এ দীর্ঘ সময়েও হয়নি কোন সম্মেলন। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ার পেছনে চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতির বিভাজন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতাদের উদ্যোগ না নেওয়াকে দুষছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির এক নেতা। তবে তিনিও চান, নতুন করে কমিটি গঠন করা হোক। আর এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতাদের ভূমিকা মুখ্য বলে মনে করেন তিনি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কেবিএম শাহজাহান বাংলানিউজকে বলেন, আমাদের কমিটির বয়স ১৯ বছর হয়েছে। আমার সঙ্গে রাজনীতি করতো ও আমার অনেক কর্মী এখন আওয়ামী লীগের পদধারী নেতা। দীর্ঘদিন কমিটি না হওয়ায় এমন বিশৃঙ্খল অবস্থা হয়েছে। আমরা চাই নতুন কমিটি হোক। মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘসময় কমিটি না হওয়ার বিষয়টি দুঃখজনক। এর কারণ হলো, চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতির বিভাজন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতাদের উদ্যোগ না নেওয়া। চট্টগ্রামে গ্রুপিং রাজনীতি থাকলেও আমাদের সংগঠনে কোনো গ্রুপিং ছিল না। আমরা একসঙ্গে কাজ করেছি। যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ দাবি করেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠনের পর বিভিন্ন ওয়ার্ড ও থানায় তারা কমিটি গঠন করেছেন এবং নিয়মিত সাংগঠনিক কার্যক্রমও চালু ছিল। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আমরা দায়িত্ব নিয়েছি বেশিদিন হয়নি। করোনার কারণে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে আমাদের সময় লেগেছে। সাংগঠনিক কার্যক্রম চলছে। চট্টগ্রামসহ যেসব জায়গায় মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে সেসব কমিটি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো। শিগগির চট্টগ্রামের কমিটি নিয়ে আমরা বসবো। সাবেক ছাত্রলীগ নেতারা প্রাধান্য পাবেন কমিটিতে কমিটি গঠনের সময় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা প্রাধান্য পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, চট্টগ্রামসহ যেখানেই আমরা কমিটি গঠন করি না কেন সেখানেই ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা প্রাধান্য পাবেন। স্বেচ্ছাসেবকলীগ মূলত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের জন্যই। যখন স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠা করা হয় তখনও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা এ সংগঠনের পদে দায়িত্ব পেয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework