চট্টগ্রাম বন্দরে বিদেশি মদের চালান আটক

অনলাইন ডেক্স
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ০৫, ০২:৫২ অপরাহ্ন

 ২০ ফুট লম্বা একটি কনটেইনারে আনা বিদেশি মদের চালানে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ধরা পড়েছে চট্টগ্রাম বন্দরে। এ চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।

ফেব্রিক্স ঘোষণায় চালানটি এসেছে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের নামে।


চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং।  
কাস্টম হাউসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে এক কন্টেইনার (২০ ফিট) মদের চালান আটক করেছে।  

কনটেইনারে ১১১৪ কার্টনে বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা।  

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework