চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধনে বক্তারা--কোরবান আলী হত্যার বিচার ও কিশোর গ্যাং দমনে নগরবাসীকে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০৫:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে দুইশ তের অধিক কিশোর গ্যাংয়ের হাতে পুরো নগরবাসী আজ জিম্মি হয়ে গেছে, দিনদিন প্রতিদিন কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠছে, বড় ভাই নামিয় সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়ে কোমলমতি কিশোরা বিপদগামীর দিকে ধাবিত হচ্ছে। ঈদের আগে  নগরীর আকর শাহ থানা এলাকায় কিশোর গ্যাংকের হাত থেকে ছেলে বাঁচানোর জন্য পুলিশ কল করাই মারমুখী কিশোর সন্ত্রাসীরা ছেলের পরিবর্তে ছেলের চিকিৎসক বাবা কোরবান আলীকে পিটিয়ে হামলা করে, হামলার কারণে ডাক্তার কোরবান আলী চিকিৎসারধীন অবস্থায় মৃত্যু বরণ করে। 

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে চট্টগ্রামকে কিশোর গ্যাং মুক্ত ও ডাক্তার কোরবান আলী হত্যার দাবীতে গতকাল ১৫ ই এপ্রিল বিকাল ৪টায় চট্টগ্রাম সার্টিক হাউসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের  ভাইস চেয়ারম্যান শ্রমিক নেতা মোহাম্মদ ফোরকান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন।

আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা একেএম ওসমান গনি, যুগ্ন মহাসচিব মোহাম্মদ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  আলম,ছৈয়দ মোজাম্মেল হক মিলন, শাহ আলম সিকদার, এস এম মহিউদ্দিন,বাবুল হক,মোহাম্মদ ফারুক নাসির, মাইনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম,  বক্তরা আরো বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেশে কিশোর গ্যাং থাকবেনা, এই শ্লোগানকে সামনে রেখে, চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে প্রতিটি মহল্লায় মহল্লায়  কিশোর গ্যাং সংশোধন ও নিধনে সাধারণ মানুষকে সাথে নিয়ে জনমত সৃষ্টির মাধ্যমে কাজ করে যাবো, কিশোর গ্যাংয়ের গর্ডফাদাদেরকে চিহ্নিত করা সহ নিহত কোরবানি আলীর হত্যাকারিদেরকে গ্রেফতার পূর্বক বিচার নিশ্চিত করার দাবী জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework