চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের ৫০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ১৭, ০৩:১৩ অপরাহ্ন
দীর্ঘ ২০ বছর পর আগামী ১১ এপ্রিল নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সম্মেলনের জন্য ৫০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার( ১৬ মার্চ) সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। একই সাথে ১৪টি উপ কমিটিও গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন সদস্য সচিব করা হয়েছে সালাহ উদ্দিন আহমদকে। কমিটির যুগ্ম আহবায়করা হলেন-কে বিএম শাহজাহান, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, রফিকুস সামাদ সোহেল, সাদেক হোসেন পাপ্পু, মো: নুরুলকবির, মো: আনোয়ারুল ইসলাম বাপ্পী, পঙ্কজ চৌধুরী কঙ্কন, জিয়া আমানত হায়াত মোরশেদ নয়ন। উপ কমিটি গুলো হল-ব্যবস্থাপনা উপ কমিটি, দপ্তর উপ কমিটি, অভ্যর্থনা উপ কমিটি, র‌্যালী উপ কমিটি, অর্থ উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, গণসংযোগ উপ কমিটি, সাংস্কৃতিক উপ কমিটি, প্রচার ও প্রকাশনা উপ কমিটি, শৃঙ্খলনা উপ কমিটি, স্মরণিকা উপ কমিটি, মাঞ্চ ও সাজ সজ্জা উপ কমিটি, মিডিয়া উপ কমিটি ও স্বাস্থ্য উপ কমিটি। সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিন চট্টগ্রাম নিউজকে জানান, আমরা ১১ এপ্রিল নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন করতে যাচ্ছি। দীর্ঘদিন পরে হলেও আমরা একটি উৎসবমুখর চমৎকার-সুশৃঙ্খল সম্মেলন করতে চাই। এই জন্য আমরা ৫০১ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছি। ১৪টি উপ কমিটি গঠন করেছি। মঙ্গলবার কমিটি করে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়েছি। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ খান অভি  জানান, আমরা ছাত্র রাজনীতির পরপরই স্বেচ্ছাসেবক লীগের সাথে সম্পৃক্তি হয়ে পড়েছি। বছরের পর বছর বর্তমান কমিটির সাথে কাজ করেছি। আগামী ১১ এপ্রিল সম্মেলন হবে। আমরা চাই-সম্মেলনের পরপরই চট্টগ্রাম থেকে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হোক। ২৪ টিভি/এডি

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework