চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ০৭, ০৪:৩৯ অপরাহ্ন

দীর্ঘ দেড়যুগ বছর পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্যের এ কমিটিতে চন্দনাইশ পৌরসভার হাছান মোহাম্মদ আল মাসুদকে আহবায়ক ও পটিয়ার মোহাম্মদ আমিনুল হক তামিমকে সদস্য সচিব করা হয়েছে। ৭ নভেম্বর বিকালে গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাছান ও সাধারণ সম্পাদক কামরুল হাছানের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন। এতে চন্দনাইশ উপজেলার মোহাম্মদ তৌহিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।

জানা গেছে, ২০০৭ সালে দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন হওয়ার পর থেকে শুরুতে ২/৩ বছর এই কমিটির কার্যক্রম থাকলেও পরে ঐ কমিটি নিস্ক্রিয় হয়ে পড়ে। পরবর্তীতে গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর পর পুরানো সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৭ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদল।সংগঠনটির আওতাধীন দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলার মধ্যে পটিয়া,চন্দনাইশ,সাতকানিয়া,লোহাগাড়া,আমিরাবাদ ও গাছবাড়িয়া সরকারি কলেজে কমিটি রয়েছে জানান দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক হাছান মোহাম্মদ আল মাসুদ। কমিটিতে অন্যান্য যারা আছেন: যুগ্ম আহবায়ক যথাক্রমে মো.পারভেজ,মো.ওমর ফারুক,মো.নাজিম উদ্দিন,আলমগীর,মো.রুবেল।

সদস্য যথাক্রমে জসিম উদ্দিন,রাকিবুল ইসলাম,সাজ্জাদ হোসেন,কাজী মোহাম্মদ আবু নাছের,মো.মোজাম্মেল হক,মো.রিমন,শওকত পারভেজ,মো.রায়হান,ইফতেখার শাকিল,মো.রবিউল হোসেন রবিন,মিজানুর রহমান,মো.রাশেদ,এরশাদুল আলম,মিজানুর রহমান মারুফ,মো.রবিউল করিম,মোশারফ মানিক,মাহফুজ উদ্দিন,মো.রফিক,আমিন উল্লাহ,সরকার আচার্য আবির।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework