চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন নিলেন ১৭ নেতা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ১০, ১১:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আজ (শনিবার)। সারাদেশের ৬১ জেলায় প্রার্থী চূড়ান্ত করতে বিকেল ৪টায় গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হবে।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।


জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ১৭ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলা নাকি দক্ষিণ জেলার কেউ আসছেন তা নিয়ে এখন স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে নানান জল্পনা-কল্পনা।

মনোনয়নপত্র সংগ্রহ করা নেতারা হলেন- চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর, বিজয় মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

আরও রয়েছেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা লায়ন শামসুল হক, মো. ইদ্রিছ, আবু সাঈদ ও সাবেক ছাত্রনেতা মো. ওসমান গনি চৌধুরী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নেতা-কর্মীদের মতে, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ. সালাম এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। যদিও এবার নিজ কমিটির বেশ কয়েকজন সদস্য সালামকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।


তবে জেলা পরিষদের ইতিহাসে রেকর্ড উন্নয়ন ও ক্লিন ইমেজ থাকায় এখন পর্যন্ত এম. এ. সালামের পাল্লাই ভারি রয়েছে। তারপরেও তাকে ঠেকাতে উত্তর ও দক্ষিণ জেলার দুটি পক্ষ মাঠে নেমেছে।

অন্যদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগে নতুন করে একটি বলয় তৈরির চেষ্টা চলছে বলে জানা গেছে। এখানকার কয়েকজন নেতা মনোনয়ন পেতে জোরেশোরে তৎপরতা শুরু করেছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

নেতাকর্মীদের দাবি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে চারজন সংসদ সদস্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডিও লেটার দিয়েছেন।

দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পছন্দের বিষয়টি গুরুত্ব পাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework