চট্টগ্রাম কলেজ আড্ডারু-৯৩ বার্ষিক মিলন মেলা ও আলোচনা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

গল্প, আড্ডা, এক কাপ চা সাথে আড্ডারু বন্ধুরা" শিরোনামে  চট্টগ্রাম  কলেজ -৯৩ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে গত ২২ .০৫.  ২৪ ইং  রোজ  বুধবার সন্ধ্যে চট্টগ্রাম  কলেজ     আড্ডারু  নামক    সামাজিক  ও  সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চট্টগ্রামস্থ চকবাজার বালি আর্কেড অভিজাত কপার চিমনি রেস্তোরায় আড্ডারু---৯৩ ব্যাচের সকল ছাত্র ছাত্রীদের বার্ষিক মিলন মেলা,আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মোহাম্মদ জাকের  হোসেনের সভাপতিত্বে আড্ডারু বন্ধু সোহেল   ও   সুস্মিতার   সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নুরুল বশর ভুঁইয়া ও মোহাম্মদ সাইফ উদ্দিন।আগামীর  সাংগঠনিক কর্ম ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কবি,প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।

স্মৃতি চারণ করেন আড্ডারু বন্ধু রাসেল ও ডেলা।এতে আড্ডারু র সকল সদস্য উপস্থিত  ছিলেন।

মোহাম্মদ  কামরুল ইসলাম বলেন,  আড্ডারুর  মিলন মেলা মানে আনন্দ গল্প গুজব তা নয়,আড্ডার আড়ালে মানুষ ও মানবতার কল্যানে সবাইকে একত্রিত করে আগামীর সুন্দরপথ খুঁজে বের করা এবং একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো অন্যদিকে বন্ধুর স্বপ্ন  পূরণের জন্য রাস্তায়  দাড়িয়ে  থেকে  বন্ধুর   কল্যানে নিজকে আত্ম নিয়োগ করা।

তিনি  আরো বলেন, যারা শিক্ষিত,সৎ,স্বাবলম্বী তাদের আড্ডার লক্ষ্য  হবে  নতুন  আলোর সন্ধান  যারা দিতে পারে সমাজকে আলোকিত করতে  পারে অন্ধকে আলো দেখাতে পারে  তাদের পাশে থেকে সর্বদা সুন্দর  কর্মযজ্ঞ গ্রহন করা।

আড্ডারু,র  সৃজনশীল আড্ডা একজন সাধান মানুষকে আলোকিত ও সুন্দর মানুষে পরিণত করতে পারে।নিজেকে  বাঁচাতে, সমাজ কে অবক্ষয়ের হাত হতে রক্ষা করতে এবং আলোকিত মানুষ গঠনে  আড্ডারুর সকল সদস্য,  সদস্যা কে সব মানুষদেরকে আগে ভালো   করে যাচাই  বাছাই  করে  নিতে  হবে যার কোন বিকল্প নেই।সৎ মানসিকতা শুধু সুন্দরকে নতুন রূপে সুন্দর করে।

আয়োজনে, সঙ্গীত শিল্পী সৈকত ও ফ্লোরার কন্ঠে মন মাতানো গান সবাইকে মাতিয়ে রাখে।পরিশেষে সভাপতি সুন্দর আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য  সকলকে ধন্যবাদ জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework