চট্টগ্রাম (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম ইসলামিয়া কলেজ শাখার একজন নেতাকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণফুলী থানা এলাকা থেকে মোঃ রাকিব (২৪) নামে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোঃ রাকিব চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) সুলতান আহমদ বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।