চকরিয়ায় টমটম ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ০৮:১৪ অপরাহ্ন

কক্সজারের চকরিয়ায় টমটম ও মিনি ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে একব্যক্তি নিহত হয়েছে। এসময় আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২ মে সকাল ১০টারদিকে উপজেলার মালুমঘাট দরগারগেট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. রশিদ ( ৪০) কক্সবাজারের ঈদগাঁ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতের মধ্যে রাজু (৩৫) নামের এক ব্যক্তির নাম পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  ২ মে  সকালে চকরিয়া হতে সবজি ভর্তি টমটম গাড়িটি  ডুলাহাজারা যাওয়ার পথে  কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট রিংভং দরগার গেইট নামক স্থানে পৌছলে বিপরীত দিক হতে আসা মিনি ট্রাকগাড়ি টমটম গাড়িকে ধাক্কা দেয়।এতে রাস্তা হতে ছিটকে খাদে পড়ে উল্টে যায়। গাড়িটি দুমডে মুচড়ে যায়।

এসময় চালকসহ ৪ জন গুরুতর হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মোমোরিয়ার খ্রিষ্টান হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে হতে মো. রশিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এব্যাপারে কক্সবাজার চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল বলেন, মিনি ট্রাক গাড়িটি টমটমকে রাস্তায় ধাক্কা দিলে খাদে পড়ে যায়। সেখানে মো. রশিদ মারা যান। গাড়ি ২টি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework