গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর , ৯ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ২৩, ০৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুছাপুর বদিউজ্জামান বিদ্যালয়ের পূর্ব পাশে চান্দের গো মসজিদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মাটির চুলার পাশে গ্যাসের সিলিন্ডার রাখা ছিলো। চুলার কাঠের লাকরি জ্বলে উপরে উঠে গ্যাস সিলিন্ডারে লাগে এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

৯৯৯ এ কল করার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ৯ জন আহত হয়। আহতদের সন্দ্বীপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া জানান, সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়, এতে ৩টি টিনশেড ঘর পুড়ে গেছে। আনুমানিক ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework