গাছবাড়ীয়া এলাকায় নতুন মডেল মসজিদের নির্মাণের সূচনা

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ জুলাই ০৫, ০৬:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) সাড়ে বারটার দিকে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম এ হাশেম রাজু, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন, চন্দনাইশ জামায়াতের আমির মাওঃ মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আব্দুল মন্নান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হানসহ স্থানীয় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework