গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া ডাবুয়া শাখার বার্ষিক মাহফিল সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০৬:১১ অপরাহ্ন

গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া খেদমত কমিটি ডাবুয়া শাখার ব্যবস্থাপনা ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় তারিকত ভিত্তিক বার্ষিক সাংগঠনিক মাহফিল যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর জুমাবার বাদে মাগরিব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত  হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কার্যকরী সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি, উপদেষ্টা আলহাজ্ব শওকত গণি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন, ডাবুয়া শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রোমান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামানের সঞ্চালনায় মিলাদ, কিয়াম, জিকির ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কার্যকরী সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী । এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শামসুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফুল ইসলাম, দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা আবুল বশর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সৈয়দ হোসেন, সহকারি সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, শাহাদাত হাসান ইমতিয়াজ, মোহাম্মদ নূর মোহাম্মদ, মাসুম-উদ-দৌলা চৌধুরী, মনির হোসেন প্রমুখ। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাবেক সভাপতি ওমান প্রবাসী মোহাম্মদ নুরুন্নবী শাহজাহান, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আকবর, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শহিদুল ইসলাম পিয়ারু, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ শফি, মোহাম্মদ রিদোয়ান নঈম সুমন, মোহাম্মদ জসিম উদ্দিন তারেক, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework