খাগড়াছড়িতে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কর্মশালা

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ Jun ১৯, ০৩:৩০ অপরাহ্ন

প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিপি-এর উদ্যোগে আজ খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা। তাঁর বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সুরক্ষায় প্রশাসন, স্থানীয় সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

এ কর্মশালায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে জেলা বন বিভাগের কর্মকর্তা ফরিদ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, খাগড়াছড়ি ইউএনডিপি ম্যানেজার প্রিয়তর চাকমা-সহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিগণ, স্থানীয় কার্বারী ও হেডম্যানগণ এবং জেলার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
তাঁরা জীববৈচিত্র্য সংরক্ষণে নিজেদের দায়িত্ব ও ভূমিকাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং নানাবিধ প্রস্তাবনা উপস্থাপন করেন।

ওয়ার্কশপে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কর্মরত বিশেষজ্ঞগণ গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা না করা হলে সেটির সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর—এমন সতর্কবার্তাও উঠে আসে আলোচনায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework