কেরানীহাটে ৬ লেন সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ০৩:৫৫ অপরাহ্ন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে ও ৬ লেন সড়কের দাবীতে দোকান-পাট বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। আজ (৩১ মার্চ) বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচী চলে দুপুর ১২টা পর্যন্ত। কেরানীহাট সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের উদ্যেগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফ্লাইওভার হলে কেরানীহাটের ব্যবসা-বানিজ্য ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে বাইপাস সড়ক কিংবা ৬ লেন সড়ক নির্মাণের দাবী সম্বলিত বিভিন্ন ব্যান্যার,প্লে-কার্ড পেষ্টুন প্রদর্শন করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ নেজাম উদ্দীন, মাষ্টার সিরাজুল ইসলাম, ফরিদুল আলম, মনির আহমদ, মোঃ রিদুয়ান, ওসমান আলী, মোহাম্মদ মুছা, ফেরদৌস আলম, মনজুর আলম, মাষ্টার জয়নাল আবেদীন, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, আবু ছালেহ শান, সফিউল আলম সোহেল, নাজির সিকদার।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework