কু প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে আগুন পুড়ে নি:স্ব ২৫ পরিবার- মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৩:২৩ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় কু প্রস্তাবে রাজি না হওয়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে  ২৫ বসতঘর।

শনিবার দিবাগত-রাত ৩ টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চৈতন্য চরন বাড়িতে প্রতিবেশী মৃত নারায়ন চৌধুরীর পুত্র দেবরাজ চৌধুরী (৪৫) আগুন দেয়ার এ ঘটনা ঘটায়।

সে প্রায় সময় মদ্যপ অবস্থায়  এলাকার গৃহবধূ ও যুবতীদের কু-প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে কেউ রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ, বসত ঘরে হামলা ও  কয়েক দফা আগুন দিয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি রহস্যজনক একই বাড়িতে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায়ও ক্ষতিগ্রস্থ লোকজন এই দেবরাজকে দায়ী করেন। পরে স্থানীয় জনতা দেবরাজকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

ভয়াবহ আগুনে সুকুমার চৌধুরী,  স্বপন চৌধুরী, জিতেন চৌধুরী, বিধান চৌধুরী, দীপক চৌধুরী,নিপদ চৌধুরী,কেশব চৌধুরী, মিলন চৌধুরী, পিলন চৌধুরী, রুবেল চৌধুরী,সুলাল চৌধুরী,সুদ্বীপ চৗধুরী, মিঠু চৌধুরী,টিটু চৌধুরী, নিখিল চৌধুরী, দয়াল চৌধুরী, সমরেন্দ্র চৌধুরী, চম্পক চৌধূরী, লাভু চৌধুরী, সাভু চৌধুরী, বাপ্পু চৌধুরী, মাইকেল চৌধুরী, দীপংকর চৌধুরী, সোহাগ চৌধুরী ও বজ চৌধুরী  মোট ২৫ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এহসানুল হক জানান, দেবরাজ নামের এক বকাটে আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনতা দেবরাজ নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework