কাপ্তাইয়ে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ০৩, ১২:৫৫ অপরাহ্ন
কাপ্তাইয়ে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, মারামারির ঘটনা। সর্বশেষ বৃহস্পতিবার (১লা অক্টবর) রাত ১২টায় বিদ্যু না থাকায় কাপ্তাইয়ের শিল্প এলাকায় ব্যবসায়ী জলিল থেকে ৭০হাজার টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ। এসব ঘটনায় আতঙ্ক বেড়েছে এলাকায়। প্রশাসনিক নজরদারি কম থাকায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে অভিমত ভুক্তভোগীদের। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের নতুন বাজার, শিল্প এলাকা, জাকির হোসেন স’মিল, ওয়াগ্গার শিলছড়ি, বড়ইছড়ি, চন্দ্রঘোনার কলাবাগান, চেকপোষ্ট, বারঘোনিয়া সহ কয়েকটি এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। স্কুল-কলেজ পড়–য়া ১৬বছর বয়সী কোমলমতি শিক্ষার্থীরা মাদকাশক্ত হয়ে ঘটাচ্ছে চুরি, ছিনতাই, মারামারি সহ নানান অপরাধমূলক কর্মকান্ড। গত ৩-৪মাসে বেড়েছে এমন অপরাধের চিত্র। ভুক্তভোগী কাপ্তাইয়ের নতুন বাজারের মুরগী ব্যবসায়ী মো. জলিল জানান, গত বৃহস্পতিবার (১লা অক্টোবার) রাত ১২টায় দোকান বন্ধ করে নিজ বাসা মুরগীর টিলা এলাকায় ফিরার পথে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ মুখে কাপড় প্যাচিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী ব্রিজের ওপর আমাকে আটক করে ব্যাগে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। অন্যদিকে সম্প্রতি কাপ্তাইয়ের নতুন বাজার এলাকার ২ দোকান থেকে ৯০ হাজার টাকা চুরি, শিল্প এলাকাস্থ সজল টেলিকমের মালিককে মারধর, কেপিএমে বারঘোনিয়ায় দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটে। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আমি অবগত করি। প্রশাসনের নজরদারি কম থাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম্য। স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি কিশোররা ঝুঁকছে মাদকের দিকে। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি জানান, কাপ্তাইয়ে কর্মসংস্থানের অভাবে দারিদ্রতা বৃদ্ধি পাওয়ায় চুরি ছিনতাইয়ে ঝুঁকছে অনেকেই। আমরা সামাজিকভাবে চেষ্টা করছি এমন ঘটনা যেন পূনঃবৃত্তি যেন না ঘটে। কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework