কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে কারিগর পাড়া হতে জ্বালানি কাঠ আটক: পিকআপ জব্দ

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ২৬, ০২:৩৬ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে পাচার কালে ১ শত ৫ ঘনফুট  জ্বালনিকাঠ আটক করা হয়েছে। সেই সাথে কাঠ পাচারকালে পিকআপ জব্দ করা হয়েছে। 

গত  সোমবার( ২৫ মার্চ)  সন্ধ্যায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের  রাইখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের একটি টহলদল অভিযান চালিয়ে পাচারকালে কারিগর পাড়া হতে জ্বালানি কাঠসহ পিকআপ (চট্টগ্রাম -ক ৫৮২৯) জব্দ করেন।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অভিযানে  তিনছড়ি বিট কর্মকর্তা শফিউদ্দিন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো.লতিফ সহ বন বিভাগের কর্মীরা সহায়তা করেন। 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের  বিভাগীয় কর্মকর্তা মো.নুরুল ইসলাম  বলেন,  টহল অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework