কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ২৩, ০১:৫৩ অপরাহ্ন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা  প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘরে ধরা পড়লো ১৪ ফুট লম্বা গোলবাহার  অজগর সাপ। অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল)   ভোর সাড়ে  ৫ টায় স্থানীয় কয়েকজনের সহায়তা   অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মো: ইসমাইল হোসেন। তিনি আরোও জানান, অজগর সাপটি আমার  খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩ টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

এদিকে একইদিন সকাল ১১  টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন,  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফা‌ড়িঁর স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন  সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework