কাজী স্টোরসহ তিন কসমেটিক্স দোকানকে দেড় লাখ টাকা জরিমানা, পণ্য জব্দ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ০১, ০৮:১১ অপরাহ্ন

দোকানে সাজানো আছে সারি সারি কসমেটিক্স পণ্য। কিন্তু এসব পণ্যের গায়ে নেই কোন উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেই বিএসটিআইয়ের অনুমোদনও। শুধু তাই নয় বিদেশ থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো আনা হয়েছে কাজী স্টোর নামের এই কসমেটিক দোকানটিতে।

বুধবার ১ ফেব্রুয়ারী বিকালে নগরীর রিয়াজুদ্দীন আমতল এলাকায় কাজী স্টোরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানটির নেতৃত্ব দেন । 

এসময় কসমেটিক্স কাজী স্টোরকে ৮০,০০০ টাকা জরিমানা, বাশার ট্রেডিংকে ৩০,০০০ টাকা, ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩টি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। যার মধ্যে ছিল শ্যাম্পু, সাবান, বেবী লোশন এবং প্রচুর শিশুখাদ্য রয়েছে।

এধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework