কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন সেই ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মে ১৯, ১১:৩৪ অপরাহ্ন

কাউন্সিলরের মারধরের শিকার ব্যবসায়ী অপু প্রধান এবার বাদী হয়ে নগরের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত একটার দিকে নগরের আকবরশাহ থানায় মামলাটি করা হয় টুয়েন্টিফোর টিভিকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর। মামলার এজাহারে মারধর, দোকানের মালামাল লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।

মামলায় প্রধান আসামি কাউন্সিলর জহুরুল। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। মামলায় পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর টুয়েন্টিফোর টিভিকে বলেন, ‘কাউন্সিলরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অপু প্রধান নামের ওই ফেরীওয়ালা মামলাটা করেছেন। আমরা তাকে (ব্যবাসায়ীকে) দিনেই ছেড়ে দিয়েছিলাম। মামলার তদন্ত চলছে।’

গত বুধবার বিকেলে নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ এইচ লেন এলাকায় ভাসমান দোকানি অপু প্রধানকে প্রকাশ্যে চড়, থাপ্পড়, লাথি মারতে মারতে পুলিশের কাছে সোপর্দ করেন জহুরুল। মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভ্রাম্যমাণ দোকানি অপু প্রধানের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ আনেন জহুরুল। তবে অপু দাবি করেন, তিনি লটারির মাধ্যমে পণ্য বিক্রি করে থাকেন। তিনি ক্রোকারিজ ও মুদি মালামাল বিক্রি করেন।

অপু প্রধান আকবরশাহ মালিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি পঞ্চগড় জেলায়।

কাউন্সিলর জহুরুলের বিরুদ্ধে এলাকায় পাহাড়কাটা, জায়গা দখলের মতো অভিযোগ আছে। গত ২৬ জানুয়ারি পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন কাউন্সিলের অনুসারীরা। এ সময় অদূরে কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ঘটনায় একটি মামলা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework