কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪

ওসমান হোসাইন,কর্ণফুলী প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:১০ অপরাহ্ন

কর্ণফুলী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। ১৪ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলা মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু। আলোচনা সভায় বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা,কর্ণফুলী থানা (সিএমপি) ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাবুল চন্দ্র নাথ, পল্লীবিদ্যুৎ ডিজিএম,এমরান গনি,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দ্বিজেন ধর,সমাজ সেবা অফিসার,সবুর আলী,সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা,মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রোগ্রাম অফিসার,ফাতেমা জান্নাত স্বর্ণা, নির্বাচন কর্মকর্তা,মাহাবু আকতার ভূইয়া। আরও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ এবং গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বেছে বেছে দেশের মেধাবী শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিকসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। এর মাধ্যমে তারা একটি মেধাশূন্য বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র করেছিল।

সভাপতি উপজেলা নির্বাহী  অফিসার মাসুমা জান্নাত (ইউএনও) বলেন এই দিনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। একইসঙ্গে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, তাদের আদর্শ এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য।

সন্ধ্যায় উপজেলা শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework