কর্ণফুলীতে বিস্কুট কারখানা ও মাংসের দোকানকে জরিমানা

আকাশ শীল, কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৩ এপ্রিল ০৩, ০৫:২৪ অপরাহ্ন

কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকার ২ নং ওয়ার্ডের তোতার  বাপের হাট এলাকায় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে “ফ্রেশ ওয়ে ফুড এন্ড বেভারেজ” নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিভিন্ন সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে পণ্য উৎপাদন, অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার সহ নানা অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকায় অবস্থিত ফ্রেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেডে কারখানায় অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

এসময় অভিযানে বিএসটিআই এর ইন্সপেক্টর সজীব চৌধুরী, ফিল্ড অফিসার নুরে আলম ফিরোজ, সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, ফ্রেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেডের তৈরি খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়। তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের সত্যতা মিলে।

এছাড়া বিএসটিআই লাইসেন্স না থাকা এবং বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। পরে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিনে চরপাথরঘাটা এলাকার গরুর মাংসের দোকানে ওজনে কারচুপির অভিযোগে মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework