কর্ণফুলীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কর্ণফুলী নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ২৬, ১২:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম কর্ণফুলীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টায় কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফাজিলখাঁর হাট আবুল হোসেন মার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খাঁন, দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা শহীদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খাঁন আরজু, ইউপি সদস্য বাহাদুর খাঁন ও মোহাম্মদ ফরিদ, মহিলা ইউপি সদস্য জোবেদা আক্তারসহ প্রমূখ।

স্থানীয়রা প্রশ্নোত্তর পর্বে পুলিশকে জানায়, এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকারী বাড়ছে। অনেকে ইয়াবা ব্যবসা করছেন। এসবের প্রতিবাদ করতে গিয়ে অনেকের মেয়ে আবার ইভটিজিংয়ের শিকার হচ্ছে। নতুন ঘর তৈরি করতে এক টন রড আনলেও তা চুরি হয়ে যাচ্ছে। এলাকায় গরু চুরি, টিউবওয়েল চুরিসহ দিন দিন অনলাইনে জুয়া বাড়ছে বলে পুলিশের কাছে উপস্থিত স্থানীয়রা প্রতিকার চেয়েছেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, মাদক, জুয়া ও চুরির সঙ্গে কোনো আপোষ নেই। যেকোন মূল্যে এসব অপরাধ বন্ধ করা হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। আপনার গোপনে বা প্রকাশ্যে তথ্যে দিতে পারেন। পুলিশ ব্যবস্থা নিবে। পাশাপাশি অনলাইন জুয়ার আসর বন্ধ করা হবে।

এছাড়াও বড়উঠানের এলাকার স্থানীয়রা যেসব অভিযোগ জানিয়েছেন তা গুরুত্ব সহকারে দেখবেন বলে ওসি নোট করেন। স্থানীয় ইউপি সদস্য যে চোরদের তালিকা দিয়েছেন তাদের অভিভাবকদের থানায় ডাকা হবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি যেকোনো সমস্যার জন্য পুলিশ ও ৯৯৯ এর সহযোগিতা নিতে সকলে অনুরোধ জানিয়েছেন ওসি।

অনুষ্ঠানে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতাও চেয়েছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework