সম্ভাবনা যেখানে, আলো ছড়াবে সেখানে' এই শ্লোগানকে সামনে রেখে দৈনিক ইনফো বাংলা পত্রিকার অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণে দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয় বর্ষপূর্তি অনুষ্ঠান। তারি ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কর্ণফুলী উপজেলাতেও দৈনিক ইনফো বাংলা পরিবারের সাথে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। দৈনিক ইনফো বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক আলি আহমেদ শাহিনের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ রিপোর্টার সরোয়ার রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কর্ণফুলী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন, কর্ণফুলী থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, যুবদল আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল কবির, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুউদ্দিন সবুজ, কিউর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপক টিটু কুমার দে,উপজেলা এনজিও সমন্বয়ক, ওসমান হোসাইন,কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হোসেন আমেরি, সহ-সভাপতি সুমন শাহা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন রানা, ক্রীড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক আকাশ শীল, মনসুর আলম মুরাদ, জুনায়েদ হোসেন দুলহান, শহীদুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন, "গণমাধ্যম জাতির দর্পণ। দৈনিক ইনফো বাংলা পত্রিকা দেশের বিভিন্ন চিত্র জনগণের সামনে তুলে ধরেন। কর্ণফুলী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম -দুর্নীতির কথা বলে। ভবিষ্যতেও গণমাধ্যমের মূল দায়িত্বের ভূমিকা পালন করবে ইনফো বাংলা পত্রিকা, এ আশা রাখি।