কর্ণফুলীতে দিনব্যাপী প্রাণীসম্পদ সপ্তাহ সেবা ও প্রদর্শনী মেলা

কর্ণফুলী প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০২:৪৭ অপরাহ্ন

প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা ও প্রদর্শনী ২০২৪ উপলক্ষ্যে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং বাংলাদেশ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল.ডি. ডি.পি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী মাঠে ৩২টি ষ্টলে প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জন্নাত সভাপতিত্বে উপজেলা উপ-প্রাণী সম্পদ কর্মকর্তা রিমি বাসেক সঞ্চালনায় প্রধান  অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি  ফারুক চৌধুরী। উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.রুম্মান তালুকদার।

আরও  উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী ডেইরী এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, পোল্ট্রি এসোসিয়েশন পক্ষ থেকে মোহাম্মদ জাহেদ।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার বলেন এই প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য হলো,প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি,দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ,ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।

প্রদর্শনীতে ৩২টি ষ্টলে মধ্যে দেখা যায়,উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, উন্নত জাতের মহিষ,উন্নত জাতের ছাগল, ভেড়া, উন্নত জাতের হাঁস-মুরগী ও শৌখিন পাখি (কবুতর, তিতির প্রভৃতি)বিভিন্ন প্রজাতির পোষা কুকুর ও বিড়াল, বিভিন্ন প্রাণি।

উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি) উৎপাদিত বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত পণ্য প্রদর্শিত হয়।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বক্তব্য বলেন   উপজেলা নতুন ভবনে প্রাণিসম্পদ অফিসের একটি অফিস থাকবে, এছাড়া স্থায়ী ভবন নির্মানের জন্য সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework