চট্টগ্রামের কর্ণফুলী থানা (সিএমপি) কর্তৃক পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে কর্ণফুলী থানা বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর হযদার (৪৩) এবং চরপাথরঘাটা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ ফারুক (৫৩)।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
যুবলীগ নেতা মোঃ আলী আকবর হযদার (৪৩) কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন ০৫ নং ওয়ার্ডের রমজু বলির বাড়ীর মৃত মোহাম্মদ হোসেন এবং হালিমা বেগমের পুত্র। তিনি বঙ্গবন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এবং চরলক্ষ্যা ০৪ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।
মোহাম্মদ ফারুক (৫৩) ইছানগর গ্রামের ০৮ নং ওয়ার্ডের ইসমাইল হাজীর বাড়ীর মৃত হাজী তোফাজ্জল আহমদ ও মৃত হোসনে আরা বেগমের পুত্র, একজন আওয়ামীলীগ সমর্থক এবং প্যারাগন ব্রিকস ফিল্ড ইটভাটার মালিক।