কর্ণফুলী উপজেলায় অগ্নি নির্বাপণ কার্যক্রম শিল্প কারখানা ও ব্য্বসায়িক মনিটরিং সভা

কর্ণফুলী নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০২:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় অবস্থিত শিল্প কারখানা ও ব‍্যবসায়িক প্রতিষ্টানে অগ্নি নির্বাপণ কার্যক্রম মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

১৪মার্চ ( বৃহস্পতিবার ) কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্ণফুলী উপজেলার শিল্প কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ কার্যক্রম মনিটরিং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। সভায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিল্প কলকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইউএনও কর্ণফুলী জানান অগ্নি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সচেতনতা আসলে খুব বেশি প্রয়োজন এবং প্রতিটি  কল কারখানায় প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ জন্য উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

 উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জনাব টিপু সুলতান, জানান যে, কর্ণফুলী উপজেলায় ১০১টি রেজিষ্ট্রেশনকৃত শিল্প কলকারখানা রয়েছে। উক্ত শিল্প কলকারখানাসমূহ নিয়মিত পরিদর্শন করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হবে।

 রবিউল, পরিদর্শক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম সভায় জানান যে,সকল শিল্প, কলকারখানার ভবনসমূহে একাদিক সিঁড়ি থাকা প্রয়োজন। কোন দূর্যোগকালীন ১টি সিঁড়ি বন্ধ হলে যাতে অন্য সিড়ি দিয়ে লোকজন নিরাপদে চলে যেতে পারে। শিল্প-কলকারখানায় অগ্নি দুর্ঘটনায় যাতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর গাড়ীসহ অন্যান্য গাড়ী যাতে যাতায়াত করতে পারে সে অনুযায়ী প্রশস্ত  রাস্তার ব্যবস্থা রাখা, প্রতিটি শিল্প- কলকারখানায় পুকুর/পানির সংস্থান রাখা, শিল্প, কলকারখানার দায়িত্ব প্রাপ্ত শ্রমিকদের প্রতিবছরে ২(দুই) বার অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়ার কথা জানান।

সভায়  আরও  উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী,নুর হাসান সজীব , সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত)মেহেদী হাসান উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রমূখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework