কবরস্থানের জায়গা দখল করে চলছে বাবুলের রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ইসলাম ধর্মাবলম্বীদের মৃত্যুর পর শেষ  স্থান কবরস্থান।  তবে সেই কবরস্থানের জায়গাকে দখল করে দোকান নির্মাণ করে চলছে রমরমা ব্যবসা।  সরেজমিনে গিয়ে দেখা যায়  চট্টগ্রাম নগরীর হালিশহর ছোটপুল পুরাতন রোড সংলগ্ন শেখ দেওয়ান আলী মসজিদের কবরস্থানে জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যাবসা করছেন অত্র মসজিদের মতোয়াল্লি শহিদুল  ইসলাম  বাবুল 

স্থানীয় ও মসজিদের মুসল্লি সূত্রে জানা যায় বহুবছর ধরেই এই কবরস্থানে তাদের পূর্বপুরুষদের সমাহিত করা হয়। তবে অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে এই কবরস্থানে দোকানঘর নির্মাণ করে দেদারসে ব্যবসা পরিচালনা করছেন  দেওয়ান আলী মসজিদের কথিত মোতোয়াল্লি শহিদুল ইসলাম বাবুল। তার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকেই।

বিএস খতিয়ান তথ্য বলছে ৬৮১৮ নাম্বার দাগের অংশটি কবরস্থান হিসাবে রেকর্ড রয়েছে,কবরস্থানের পর দোকানগুলো মসজিদের মোতোয়াল্লি  থেকে এককালীন ২ লক্ষ টাকা সম্মানির  বিনিময়ে  ভাড়া করে ব্যাবসা পরিচালনা করছেন দোকানদাররা।

তবে কবরস্থানে জায়গার উপর দোকান নির্মাণ বিষয়ে জেলা প্রশাসক ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন নাজিম উদ্দীন শিবলু নামে স্থানীয়  এক ব্যক্তি 

তবে এসব অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেখ দেওয়ান আলী মসজিদের মোতোয়াল্লি শহিদুল ইসলাম বাবুল কে মুঠো ফোনে কল করা হলে তার ফোন বন্ধ পান প্রতিবেদক

তবে দ্রুত  এই দোকানঘর অপসারণ করে পুনরায় কবরের জন্য  জায়গাটি ব্যবহারের দাবি জানান  এলাকাবাসী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework