চট্টগ্রামের কদলপুর ইউনিয়নে অলিয়ে কামেল হযরত আব্দুর রজ্জাক শাহ আল মাইজভান্ডারীর ৬৪তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। এই ওরশ শরীফ ২৮ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে কদলপুর শমসের পাড়া হুজুরের মাজার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়, যার মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, গরু মহিষ জবেহ, মাজার জেয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও ছেমা মাহফিল। অনুষ্ঠানের শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেতাগী জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী (ম.)।
এছাড়া, ওরশ শরীফ উপলক্ষে মাজার পার্শ্বস্থ বিলে বিশাল গ্রামীণ মেলা আয়োজন করা হয়। ওরশ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ সভাপতি এয়ার মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, সহ সাংগঠনিক মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ মুন্না, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, বদিউল আলম, প্রচার সম্পাদক নবী হোসেন, সহ প্রচার সম্পাদক নূর নবী, উপদেষ্টা মীর হোসেন, নজির আহমদ, ফজল হক, চান মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আইয়ুব, শাহ্ আলম, দৌলত মিয়া, মোহাম্মদ ওসমান, ইলিয়াস মিয়া বুলু সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।