কক্সবাজার সৈকতের অনেক পয়েন্টে নেই পর্যটনবান্ধব ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ০৪, ১১:০৬ পূর্বাহ্ন
কক্সবাজার সমুদ্রসৈকতের অনেক পয়েন্টে নেই পর্যটনবান্ধব ব্যবস্থা। নেই আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নজরদারি। ফলে এসব স্থানে প্রায়ই ঘটছে চুরি, ছিনতাই ও ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, সৈকতসহ আশপাশের এলাকায় এসব ঘটনায় পর্যটনশিল্পের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তবে, পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। করোনাভাইরাসের কারণে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে ১৭ই আগস্ট পর্যন্ত বন্ধ ছিল কক্সবাজারের পর্যটন স্পটগুলো। এ সময় সমুদ্র সৈকতের প্রায় সব পয়েন্টে বৈদ্যুতিক বাতিগুলো অকেজো হয়ে যায়। ফলে রাতের বেলায় সৈকত ও আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় ঘটছে চুরি, ধর্ষণ ও ছিনতাইসহ নানা অপরাধ।   সম্প্রতি সৈকতের লাবণী পয়েন্টে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক নজরদারি না থাকায় নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন পর্যটকরা। পর্যটকরা বলেন, ‘সৈকত ও আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় চুরি, ধর্ষণ ও ছিনতাই বেড়েছে। এই ধরণের ঘটনা ঘটতে থাকলে কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হবেন পর্যটকরা।’ কক্সবাজার পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘সমুদ্র সৈকতে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা যেত, পুলিশের টহলগুলো যদি জোদদার করা যেত। তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতো না।’ সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৈদ্যুতিক বাতিগুলো অকেজো হওয়ার ব্যাপারে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে বলা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework