এসএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাসের হার ৮২.৮০ শতাংশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৬:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। যা গতবার ছিল ১১ হাজার ৪৫০ জন।  

গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ও জিপিএ কমেছে ।

পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৮২৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে ১৩৭ জন শিক্ষার্থী।

রোববার (১২ মে) সকাল ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework