এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ( ৫) পেয়েছে ৬১ জন

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০২:৫৩ অপরাহ্ন

সারাদেশে একযোগে রবিবার  (১২মে) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছর এসএসসি  পরীক্ষায় পাশের হার ৭০.৬২% এবং দাখিলে পাসের হার ৯৭.৯০%। এই বছর কাপ্তাই উপজেলায় এসএসসি এবং দাখিলে  মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী।

রবিবার বেলা ১২ টায়  কাপ্তাই   মাধ্যমিক শিক্ষা   অফিস হতে এই ফলাফল পাওয়া যায়।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান  ২০২৪ সালের এসএসসি  পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে  মোট  ১০২৮  জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে পাশ করেছে  ৭২৬  জন। এছাড়া মোট জিপিএ (৫) পেয়েছে ৫৭ জন শিক্ষার্থী।

তৎমধ্যে বিগত বছরগুলোর মতো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ৩৮ জন জিপিএ (৫) পেয়েছেন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১ জন শিক্ষার্থী জিপিএ ( ৫) অর্জন করেছেন।

এদিকে কাপ্তাইয়ে দাখিল পরীক্ষায় ২ টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৩ জন পাস করেন।  পাসের হার ৯৭.৯০%। তৎমধ্যে চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। এই প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা হতে ৪ জন জিপিএ ( ৫)  পেয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির  ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরোও  ভালো করা দরকার ছিল।  শিক্ষকরা আরোও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework