এনায়েত বাজারে হেলে পড়লো ৫ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ১১, ০১:৩৬ পূর্বাহ্ন
বন্দর নগরীর এনায়েত বাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। একে একে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতাকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, আমরা ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নিচ্ছি। সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। নির্মাণজনিত ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গোয়ালপাড়ায় কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটিতে তার ৫ ছেলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ভবনটি হেলে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগ্রবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কন্টোল অপারেটর জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework