সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পদকে ভূষিত হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুল আলম চৌধুরী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'ভাষা আন্দোলন থেকে আকজের বাংলাদেশ' নামক শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাহেদুল আলম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়নাল আবেদীন এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
জাহেদুল আলম চৌধুরী রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, রানীরহাট কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি, রাণীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বিপ্লবী আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির আলহাজ্ব মৃত নবাব শাহ মিয়া চৌধুরীর সুযোগ্য সন্তান।
এদিকে, জাহেদুল আলম চৌধুরী 'একুশে স্মৃতি পদক' পাওয়ায় রাজানগর ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।